কেন্দ্রীয় শহীদ মিনারে প্রখ্যাত নিসর্গসখা, প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মার মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। রবিবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে বন্ধু-অনুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ গুণী এই ব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় দ্বিজেন শর্মার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিজেন শর্মার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর।রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালি মন্দির সংলগ্ন শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রকৃতিবিদ, বিজ্ঞান লেখক, শিক্ষক দ্বিজেন শর্মা তার কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার বইয়ের মধ্যে রয়েছে- ‘সপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিন্যাস’, ‘ফুলগুলি যেন কথা’, ‘গাছের কথা ফুলের কথা’, ‘এমি নামের দুরন্ত মেয়েটি’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’, ‘সমাজতন্ত্রে বসবাস’, ‘জীবনের শেষ নেই’, ‘বিজ্ঞান ও শিক্ষা : দায়বদ্ধতার নিরিখ’, ‘ডারউইন ও প্রজাতির উৎপত্তি। ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড় লেখায় দ্বিজেন শর্মার জন্ম।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা