বন্যা, সাইক্লোন, হারিকেন, খরা, সুনামি, ভূমিকম্পসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ গৃহহারা হচ্ছে। বাংলাদেশে গৃহহারা হওয়ার শঙ্কায় রয়েছে ১২ লাখ মানুষ।
১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। দিবসটি সামনে রেখে জাতিসংঘ উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে।
জরিপে বলা হয়, দুর্যোগ রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারলে টেকসই উন্নয়ন দূরের কথা, প্রাত্যহিক কর্মকাণ্ড পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে।
জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ হ্রাস সংক্রান্ত বিশেষ প্রতিনিধি রবার্ট গ্যাসার বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহাণির পাশাপাশি বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে পড়ার ঘটনাও কম বেদনাদায়ক নয়। নতুন করে বসতি গড়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। গৃহহারার সংখ্যা হ্রাসে প্রয়োজনীয় কর্ম-কৌশল অবলম্বন করতে হবে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৭/ফারজানা