ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যান পারাপার ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এতে যানবাহনকে আটকে থাকতে হচ্ছে ছয় থেকে সাত ঘণ্টা। শনিবার সকাল পর্যন্ত পাটুরিয়া ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা ছিল। অন্যদিকে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতিও একই রকম।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলকারী মোট ফেরি ১৯টি। এরমধ্যে ছয়টি ফেরি বর্তমানে বিকল রয়েছে। বিকল ফেরিগুলোর মধ্যে রো-রো ফেরি খান জাহান আলী, ভাষা শহীদ বরকত, শাহ আলী, কপোতী ও আমানত শাহ ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ভাসমান কারখানায় ছয় দিন ধরে মেরামতে রয়েছে ইউটিলিটি ফেরি কুমারী।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ফেরি স্বল্পতা ছাড়াও ঘাটে ড্রেজিং কার্যক্রম চলায় প্রতিদিনই কোনো না কোনো পল্টুনের পকেট বন্ধ থাকে। এ কারণে ফেরির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়ছে যান পারাপারের ক্ষেত্রেও।
এদিকে ফেরি স্বল্পতার কারণে প্রায় প্রতিদিনই দুই ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হয়। মাঝে মধ্যে যানবাহনের দীর্ঘ সারি ২-৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ