বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় সরকারের কোনও হস্তক্ষেপ নেই বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনও মামলার হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও হস্তক্ষেপ করবে না। আগামী ১৮ই নভেম্বরের নাগরিক সমাবেশে নির্বিশেষে জনমতের প্রতিফলন ঘটবে। যেভাবে চারদিক থেকে সাড়া পাচ্ছি সমাবেশটি একটি জনসমুদ্রে পরিণত হবে।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা।
বিডিপ্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান