রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে থেকে অপহৃত ছাত্রী পুলিশি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) আনন্দ কুমার সাহা। শনিবার সকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান।
আনন্দ কুমার সাহা বলেন, অপহৃত ছাত্রী পুলিশের নাগালের মধ্যেই রয়েছে। উদ্ধারের পর তাকে ক্যাম্পাসে হাজির করা হবে।
এদিকে, শুক্রবার রাতে অপহৃত ছাত্রীর স্বামী অভিযুক্ত সোহেল রানার বাবাকে নওগাঁর পত্মীতলা থেকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে থেকে শুক্রবার সকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ক্যাম্পাসের ভেতর থেকে এমন একটি অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/মাহবুব