আজ সকাল ১১টায় একযোগে সারা দেশে শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। বেলা ১১টায় শুরু হয়ে এ পরীক্ষা চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ২০ মিনিট থাকছে।
এবার সাত হাজার ২৬৭টি কেন্দ্রে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়মে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। প্রতি বছরের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতি জেলায় পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন