একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মামলায় নওগাঁর ৪ আসামির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে সাতজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠণ ও অগ্নিসংযোগে সম্পদ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।
আসামিরা হলেন নওগাঁর মো. রেজাউল করিম মন্টু (৬৮), মো. শহিদ মণ্ডল (৬২) মো. নজরুল ইসলাম (পলাতক) ও মো. ইসহাক (৬২)। এদের মধ্যে ইসহাক তদন্ত চলার সময়ই গ্রেফতার অবস্থায় মারা যান।
আসামিরা নওগাঁর (সাবেক রাজশাহী জেলার নওগাঁ মহকুমা) বদলগাছী থানায় অপরাধ সংঘটন করে বলে তদন্তে উঠে এসেছে।
প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, আসামিদের মধ্যে রেজাউল করিম মন্টু ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার আমির ছিলেন এবং মুক্তিযুদ্ধে সময় তিনি সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/মাহবুব