তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সফরে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন তিনি। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন পোপ।
তবে সফরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাহন রিকশায়ও চড়তে পারেন পোপ ফ্রান্সিস। ইতোমধ্যেই সেই রিকশাটি প্রস্তুত করা হয়েছে। রিকশাটি কাকরাইলের আর্চবিশপ হাউসে রাখা হয়েছে।
পোপ ফ্রান্সিসের সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার কমল কোড়াইয়া জানান, ‘সোহরাওয়ার্দীতেই পোপ ফ্রান্সিস রিকশায় চড়বেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। ’
বিডিপ্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ই জাহান