ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
বৃহস্পতিবার বিকালে ঢাকায় সফরত পোপ ফ্রান্সিস রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। বিকাল ৫টায় তিনি সেখানে পৌছালে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও স্ত্রী পেপি সিদ্দিক। এসময় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পোপ। এরপর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
তারপর প্রবেশ করেন ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদঘরে। এরপর ঘুরে ঘুরে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী দেখেন এবং সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন পোপ। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা জাতির জনকের ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই উপহার স্বরুপ তুলে দেন ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের হাতে।
এ সময় পোপ ফ্রান্সিসও সে দেশের শান্তির প্রতীক সাদৃশ্য একটি বিশেষ উপহার শেখ রেহানার হাতে তুলে দেন। পোপের সঙ্গে আইনমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল হক উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে শহীদ আত্মার মাগফেরাত কামনায় কিছু সময় নীরবতা পালন করেন পোপ। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়।
এর আগে মিয়ানমার সফর শেষে নেপিদো থেকে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পোপ। এ সময় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে গার্ড অব অনার দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ