চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতুলীর মধ্যচরে জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে র্যাব। রাজশাহী র্যাব-৫ এর এসআই মোঃ সোহেল রানা বাদী হয়ে নিহত ৩ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামা করে সন্ত্রাস দমন আইনে এই মামলা দায়ের করেন।
এদিকে ওই এলাকায় বুধবার সকাল হতে শুরু হওয়া র্যাবের তল্লাশি অভিযান আজ বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফ জানান, মঙ্গলবার অভিযান চলাকালে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটছে। তাই বিস্ফোরণের অংশ বিশেষ সেখানে ছড়িয়ে ছিঁটিয়ে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য গত বুধবার সকাল থেকে র্যাব সদস্যরা ঘটনাস্থলের আশপাশে তল্লাশি অভিযান শুরু করে। অভিযান শেষে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন সদস্যরা। তবে এই অভিযানে সেখান থেকে নতুন কোন অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন জনের মধ্যে বাড়ির মালিক রাশিকুল ইসলামের শ্বাশুড়ি মিনারা বেগমকে আজ সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে রাশিকুলের স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর খোরশেদ আলীকে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সদর উপজেলার মধ্যচর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে ফেলে র্যাব। এসময় ওই বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি বর্ষণ করা হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই বাড়ির ভেতর থেকে প্রচন্ড বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে ছিন্নভিন্ন ৩টি মরদেহসহ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি গ্রেনেড, ১২টি পাওয়ার জেল ও সাতটি ডেটোনেটর উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ