ফেরি ও নাব্যতা সংকটসহ বাড়তি যানবাহনের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের দুই পাড়ে ৯ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে শুক্রবার সকালের দিকে দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, দুই ঘাটে ৯ শতাধিক যানবাহন পারাপরের অপেক্ষায় রয়েছে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌ-রুট পারাপার করা হচ্ছে। যে কারণে জরুরি পণ্যবাহী ট্রাকগুলো ছাড়া অন্য সাধারণ ট্রাকগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও ২০/৩০টি যাত্রীবাহী পরিবহন নৌ-রুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, পাটুরিয়া ফেরিঘাট শাখা ট্রাফিক পুলিশের ইনচার্জ দিলীপ দত্ত জানান, নৌ-রুটের ১৭টি ফেরির মধ্যে তিনটি অচল। আবার নাব্যতা সংকটে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় একটি মাত্র চ্যানেল দিয়ে পন্টুন এলাকার ফেরিগুলো চলাচল করছে। একসঙ্গে কয়েকটি ফেরি চ্যানেলে প্রবেশ করত পারছে না। ফলে ফেরির ট্রিপ কমে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।
সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৩৫০টি পণ্যবাহী ট্রাক ও দেড় শতাধিক যাত্রীবাহী পরিবহন নৌ-রুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ