ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ বহনকারী ফ্লাইট বিজি২০২ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। শনিবার দুপুর ১টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ফ্লাইটটির।
শাহজালাল বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ নেওয়া হবে বনানীর বাসায়। সেখানে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিকাল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে রাখা হবে। সেখানেই বিকাল ৪টায় আসরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা