সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের জানাজায় অংশগ্রহণ নিতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে শনিবার দুপুরে প্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বনানীর বাড়িতে উপস্থিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। লন্ডন থেকে শনিবার দুপুরে দেশে আসে আনিসুল হকের মরদেহ।
মরদেহ বিমানবন্দর থেকে বাড়িতে নেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে যান। তখন বিএনপির প্রতিনিধি দলটিকেও সেখানে দেখা যায়।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/আরাফাত