বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ আদালত। এজন্য সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের চারপাশে কড়া নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার কাকডাকা ভোর থেকেই আদালত প্রাঙ্গণের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আদালত প্রাঙ্গণে প্রবেশের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। আর বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রসা মাঠমুখী রাস্তায় টহল দিচ্ছিল বিজিবি ও র্যাবের বেশ কিছু গাড়ি। ইউনিফর্ম পরিহিতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রয়েছেন সিভিল পোশাকেও।
ভোরে সরেজমিনে ঘুরে দেখা গেছে আদালত প্রঙ্গণের আশপাশ এলাকা যেমন বকশীবাজার, পলাশী, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তাঘাটে ও মোড়ে মোড়ে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব