বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। তবে রায়কে কেন্দ্র করে গত দুই দিনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আর দেশব্যাপী গ্রেফতার নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মামলার রায় জানতে দেশবাসীর চোখ এখন আদালতের দিকে। রায়ে আসামিদের সাজা হলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়েও উদ্বিগ্ন সাধারণ জনগণ।
তবে এ রায় নিয়ে সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম