জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৬৩২ পৃষ্ঠার সারাংশ পড়া চলছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারের বিশেষ আদালতে মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পৌঁছানোর পর বিচারকরা রায় পড়া শুরু করেন।
এর আগে ১১টা ৪৫ মিনিটে গুলশান থেকে আদালতের উদ্দেশে রওয়ানা হয়ে দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আদালতে পৌঁছান খালেদা জিয়া।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। ১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে। আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন। যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন। আর আসামি পক্ষ মামলাটির বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন ৩৫ বার।
বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান