জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের জেল দেওয়ায় এই রায়কে প্রতিহিংসার বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রায় ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতাদের কাঁদতে দেখা যায়।
এর আগে, দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ আদালত খালেদা জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড এবং বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার বাকি আসামিদের প্রত্যেকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব