স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের এখন পর্যন্ত কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি এবং হবেও না। আমাদের পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।
এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে খালেদার ৫ বছরের জেল ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা