অর্থমন্ত্রী অাবুল মাল অাব্দুল মুহিত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এক হাজার টাকার নোট বাতিলের খবর সত্যিকারার্থে 'রাবিশ ও ভোগাস'। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম জানতে চেয়েছিলেন, একটি সংবাদমাধ্যমে দেখলাম, দেশ থেকে নাকি এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে। এতে দেশবাসীর মধ্যে এক ধরনের শঙ্কা ও ভয় কাজ করছে। এমন কথার জবাবে অর্থমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে প্রাক-বাজেট আলোচনার জন্য আয়োজিত এক সভায় কথা বলছিলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, অাগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য খাতে অধিক গুরত্ব দেওয়া হবে। নির্বাচনী বছরে বাজেটে বেশি চ্যালেঞ্জ নেওয়া ঠিক হবে না। অাগামীতে বাজেটের অাকার ৪ লাখ ৬০ থেকে ৪ লাখ ৭৫ কোটি টাকা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার