আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বুলেটের চেয়ে শক্তিশালী। তৃণমূল যখনই শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে, তখনই আমাদের বড় বিজয় এসেছে। আজ সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে চট্রগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। একাদশ সংসদ নির্বাচনে অতীতের মতো আবারও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে দলকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে হবে।
এসময় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আবু আহমেদ চৌধুরী, মাহবুবুর রহমান, বাবর আলী ইনু, নজরুল ইসলাম সেন্টু, সাখাওয়াত হোসেন শিবলী, আবুল কালাম, সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন খোকা, হেলাল উদ্দিন, আবদুল কাউয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার