জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রতিনিধিদের প্রতি নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহে সহযোগিতার আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সংসদ ভবনে স্পিকারের সঙ্গে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. অশা বৃত্তা টোরকেলসন সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
এসময় তিনি সরকারি সহায়তায় জঁয়িতা প্রকল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও সক্ষমতা অর্জনের ফলে সারাদেশে এ প্রকল্প সাড়া জাগিয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে ইউএনএফপিএ-এর ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ড. অশা বৃত্ত টরকেলসন বলেন, ইউএনএফপি বিশ্বাস করে সুযোগ তৈরি করে দিলেই নারীরা এগিয়ে আসবে, সক্ষমতা অর্জন করবে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয়। জঁয়িতা প্রকল্পের প্রশংসা করে তিনি নারীদের সৃজনশীলতা বৃদ্ধিতে ইউএনএফপিএ বাংলাদেশের পাশে থাকবে। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু হার হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে যৌথ কার্যক্রম আরও জোরদার করারও আগ্রহ প্রকাশ করেন।
এমপিদের সম্পৃক্ততা টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে
এর আগে সংসদ ভবনে ইউএনএফপি আর্থিক সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের অধীনে জনসংখ্যা ও উন্নয়ন কার্যক্রম তদরকির জন্য গঠিত বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস-এর সভায় সভাপতিত্ব করেন তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক সূচক উন্নয়নে যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে তার সাথে সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় অধিক সম্পৃক্ত হলে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। সরকারের পাশাপাশি সংসদ সদস্যগণের এ ভূমিকা সরকারের মূল উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
সভায় চীফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ মোছা. মাহবুব আরা গিনি, ডা. আ.ফ.ম রুহুল হক, মো. হাবিবে মিল্লাত, ফরহাদ হোসেন, সানজিদা খানম, উম্মে কুলসুম স্মৃতি, বেগম সেলিনা বেগম, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার