আজ পয়লা বৈশাখ। প্রাণের এ উৎসব বাংলার মানুষ সব সাম্প্রদায়িকতা ভুলে, ধর্ম-বর্ণের বিভেদ ডিঙিয়ে একাত্ম হয়ে পালন করে। বাংলার মানুষের এই আনন্দে অংশীদার হয়ে গুগল বিশেষ ডুডলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে ব্যবহারকারীদের।
গুগলের হোমপেজে আজ এই ডুডল প্রদর্শিত হচ্ছে। নববর্ষ উপলক্ষে দেওয়া ডুডলে দেখানো হচ্ছে বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার ছবি।
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে গুগলের ডুডলে শোভা পাচ্ছে, দুইপাশে বর্ণিল পাখি, বাঘ ও মানুষের প্রতিকৃতিসহ শোভাযাত্রা। মাঝে লাল-কমলা-হলুদ-নীল-সবুজসহ বিভিন্ন রঙে সাজানো বড় একটি হাতির ছবি। নিচে নীল রঙে ইংরেজিতে লেখা হয়েছে গুগল।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত