কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের উপস্থিতিতে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দিতে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে নানা বয়সীরা জড়ো হন।
এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বাউল সম্রাট লালন ফকিরের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শেরাটন হোটেল, সেখান থেকে ইউটার্ন করে টিএসসি ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে।
এবারের মঙ্গল শোভাযাত্রায় মা পাখি সাথে ছানা, হাতি, মাছ ও বক, মহিষ, সূর্য, টেপা পুতুল এবং সাইকেলে মা ও মেয়ে-এই ৭টি মোটিফ স্থান পেয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব