গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করার সময় মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/ফারজানা