নন-ক্যাডারে বিভিন্ন পদে সংরক্ষিত আসনের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (১৫ এপ্রিল) পিএসসির নন-ক্যাডারের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
'অনিবার্য কারণ' উল্লেখ করে এতে বলা হয়েছে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য সংরক্ষিত আসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষাটি ১৭ এপ্রিল, প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ২৪ এপ্রিল হওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল