বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণকে ভয় পায়। তারা জনগণের ভোট ছাড়াই সরকার গঠন করে দেশ চালাতে চায়। দশম জাতীয় সংসদ নির্বাচনে তারা জনগণের ভোট ছাড়াই অবৈধভাবে সরকার গঠন করেছিল। কিন্তু এই সুযোগ তারা আর পাবে না।
রবিবার রাজশাহীর মালোপাড়া সংলগ্ন ভুবমনমোহন পার্ক বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র আন্দোলন সরকারকে একটি নোটিশ দিয়েছে কিন্তু জনগণ কোনো নোটিশ ছাড়াই খালেদা জিয়াকে মুক্ত করবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সরকার বেগম জিয়াকে বাইরে রেখে, বিএনপি ও ২০ দলকে বাইরে রেখে ২০১৪ সালের মতো একটি প্রহসন করার নাটক করতে চায়। সেখানে জনগণের ভোটের প্রয়োজন হয়নি। বিক্ষুব্ধ জনগণ আগামী নির্বাচনে এর প্রতিশোধ নেবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগনকে ভয় পায়, কারণ তারা ক্ষমতায় আসার পর এদেশের শেয়ার বাজার, রিজার্ভ লুট হয়েছে। এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষের গণতন্ত্র, মানুষের অধিকার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি একই সুতোয় গাথা। গণতন্ত্র মুক্তি মানেই খালেদা জিয়ার মুক্তি। তাই জনগণের ভোটাধিকার খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করে।
রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশে নগর বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনের সঞ্চালনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/মাহবুব