বেপরোয়া দুই বাসের চাপায় কলেজছাত্র রাজিব হোসেনের হাত হারানো মামলায় দুই বাস চালকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজীবের মামলার আসামি বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদকে (৫০) গত ৪ এপ্রিল গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। এরপর গত ৫ এপ্রিল দুই চালককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। ৮ এপ্রিল তাদের কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার