স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, "কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভালো রয়েছেন। তাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ ও বয়স্ক নারী। তার চিকিৎসার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। চিকিৎসকদের দেওয়া পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং তিনি ভালো আছেন।"
বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, বিএনপি নেতারা যেসব অভিযোগ করছেন, তারা অহেতুক রাজনীতি করার জন্য এগুলো বলছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর