আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমার থেকে জোরপূর্বক রোহিঙ্গাদের বিতাড়নের ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে। এরমধ্যে বাংলাদেশের কাছে প্রয়োজনী তথ্য-উপাত্ত চেয়েছে তারা। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আগ্রহী রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি কন্ট্রাক্ট গ্রুপ গঠনের উদ্যোগ নিয়েছে কানাডা ।
সংসদীয় কমিটিকে আজ এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এসব সংবাদকে স্বাগত জানিয়ে দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য রাশিয়া ও চীনের সাথে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সপিারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কণেৃল (অব:) মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন ও বেগম মাহজাবিন খালেদ বৈঠকে অংশ নেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, রোহিঙ্গা ইস্যুতে কাজ করার অনুমতি চেয়ে আইসিসি গত ৯ এপ্রিল আইনি প্রক্রিয়া শুরু করেছে। মিয়ানমার আইসিসির সদস্য না হলেও রোম সনদে স্বারকারী বাংলাদেশ সদস্য হওয়ায় এ কাজে কোন বাধা নেই। বৈঠকে জাতিসংঘ ও আইসিসিসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
সংসদ সচিবালয় জানায়, বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বিধায় কক্সবাজার বিমানবন্দরকে আরো আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ডিও লেটার দেওয়ার সিদ্ধান্ত হয় ।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার