দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রববার দুপুরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
সভাপতির বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সরকারের প্রতি সময় থাকতে জনগণের দাবি মেনে নিতে আহ্বান জানান।
তিনি বলেন, প্রহসন বাদ দিয়ে সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নিন। আর খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। সালিশ মানবো কিন্তু তালগাছ পুরোটাই আমাদের, তাহলে এ প্রহসন জাতি অবশ্যই প্রতিহত করবে। শেখ হাসিনার অধীনে এবং সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এদেশে হবে না। এ দেশের গণতন্ত্রকামী শিক্ষক সমাজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সব সময় পাশে থাকবে।
অধ্যাপক আখতার হোসেন খান বলেন, এদেশে দুর্যোগ বার বার এসেছে, দেশের মানুষ বীরত্বের সঙ্গে তা মোকাবিলা করেছে। লিখে রাখুন বর্তমান স্বৈরাচারী সরকারেরও পতন হবে। একজন খালেদা জিয়া কিছুই নয়, কিন্তু এ মানুষটির উপর নির্ভর করছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। যদি এদেশকে স্বাধীন হিসেবে দেখতে চান তবে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যা যা করার দরকার তার প্রস্তুতি নিন। জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি রাজপথে ফয়সালা করতে হবে, কোনো আলাপ-আলোচনা দিয়ে এ ধরনের দাবি আদায় হয় না।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৮/আরাফাত