ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। বর্তমানে তিনি রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গোলাম রাব্বানীর দেহে প্লাটিলেট ১ লাখের ওপর ছিল (একজন সুস্থ মানুষের দেহে কমপক্ষে দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ প্লাটিলেট থাকে)।
গোলাম রাব্বানীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিন্তার কিছু নেই। প্লাটিলেট বাড়ার সাথে সাথে তিনি সুস্থ হয়ে উঠবেন।
এর আগে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এরপর মঙ্গলবার বিকালে ডাক্তারদের পরামর্শে তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৮/মাহবুব