নির্বাচনী মাঠ থেকে পালিয়ে না যেতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আমি তাদের কাছে অনুরোধ জানাব, দয়া করে নির্বাচনী মাঠ থেকে পালাবেন না। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব, দেশের মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে আছেন, শেখ হাসিনার সঙ্গে আছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাংবাদিক ত্রিদিব দস্তিদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহবান জানান তিনি।
সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমারের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
‘নির্বাচন থেকে আওয়ামী লীগ পালাতে চায়’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, আসলে তারা নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই। এটা বুঝতে পেরে তারা এখন নির্বাচনী মাঠ থেকে পালাতে চায় কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই, তাই দলটি পালানোর চেষ্টা করছে। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করবে জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/আরাফাত