১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি সন্তোষজনক আসন বলে জানিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনে নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ফেনী জেলার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের আসন বণ্টন নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনা আরও চলবে। এছাড়া স্বল্প সময়ের মধ্যেই মহাজোটর প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হবে এবং জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে।
ফেনী জেলা জাতীয় পার্টি সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীর শুভ রায়, এসএম ফয়সল চিশতী ও মেজর (অব.) খালেদ আখতার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম