বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।
রবিবার দুপুর ১২টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর মতিঝিলের চেম্বারেঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত