কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা ৪ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য পুনরায় এ তারিখ ধার্য করেন।
মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাকিম সারাফুজ্জামান আনছারী এ তারিখ ধার্য করেন।
গত বছরের ৮ এপ্রিল দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে ২০১৮ সালে ১০ এপ্রিল শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের বিশেষ শাখার সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব