১৯ এপ্রিল, ২০১৯ ১৯:৪৮

নুসরাত হত্যা: সোনাগাজীর সেই আওয়ামী লীগ নেতা আটক

ফেনী প্রতিনিধি

নুসরাত হত্যা: সোনাগাজীর সেই আওয়ামী লীগ নেতা আটক

বামে নুসরাত এবং ডানে রুহুল আমিন (ফাইল ছবি)

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। 

শুক্রবার বিকালে ফেনী সোনাগাজী থেকে রুহুল আমিনকে আটক করা হয়েছে বলে পিবিআইর একটি সূত্র নিশ্চিত করেছন। 

রুহুল আমিন সদ্য ভেঙে দেওয়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ছিলেন। 

জানা যায়, নুসরাত হত্যা মামলায় ১৬৪ ধারা জবানবন্দী দেওয়া আসামিরা এই হত্যাকাণ্ডের সাথে রুহুল আমিনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক শাহআলমকে এই ব্যাপারে জিজ্ঞাসার জন্য একাধিকবার ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেয়া হয়। সেখানে বোরকা পরা কয়েকজন ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যায়।

বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর