মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালসহ ২ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিদাতা ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বার করে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন ২৫ বিশিষ্ট নাগরিক। একইসঙ্গে সুলতানা কামালসহ হুমকিপ্রাপ্ত সকল বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
আজ দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা এসব দাবি জানান।
গত ৪ মে সুলতানা কামাল এ বিষয়ে পুলিশের আইজিপিকে অবহিত করে তার নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেনে এবং ধানমন্ডি থানায় একই আবেদন সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করতে অনুরোধ জানান। বিবৃতিতে তারা বলেন, হত্যার হুমকি কেবল চরম ধৃষ্টতার পরিচায়ক নয় মুক্তচিন্তা ও প্রগতিশীলতার পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কোন মানুষের মুক্ত চিন্তার আন্দোলনের বিরুদ্ধে এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র ও প্রকাশ্য হুমকি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।
এতে আরও বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা সুলতানা কামাল, লেখক ও সাংবাদিক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং লেখক অধ্যাপক মুনতাসির মামুনকে আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন ভিত্তিক পত্রিকা ‘লোন উলফ’ মার্চ ২০১৯ সংখ্যায় হত্যার প্রক্রিয়া ও পরিকল্পনা উল্লেখ করেছে। ২৫ বিশিষ্ট ব্যক্তি সুলতানা কামালের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীর এ ধরনের ন্যাক্কারজনক ষড়যন্ত্রের ঘটনার এবং এদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়ে অবিলম্বে হুমকি দাতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে, হুমকিদাতা ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বার করে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
একইসঙ্গে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদি সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গি গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান। তারা বলেন, এই গোষ্ঠীর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড রাষ্ট্রযন্ত্রকে পর্যন্ত হুমকির মুখে ফেলে দিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা.কে.চৌধুরী, নারী আন্দোলনকর্মী হামিদা হোসেন, সমাজকর্মী ও এমপি, জাতীয় সংসদ অ্যারোমা দত্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির, মুক্তিযোদ্ধা রোকেয়া কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের কো-চেয়ারপার্সন শাহীন আনাম, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের-নির্বাহী পরিচালক, মেঘনা গুহঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন,আমরাই পারি জোট’র কো-চেয়ারপার্সন এম বি আখতার, উন্নয়নকর্মী ফারাহ কবির, এসিড সারভাইবরস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের আহ্বায়ক নাসিমুন আরা হক মিনু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার