আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোথায় রাখলে যে বিএনপি খুশি হবে সেটি বুঝতে পারছি না।
বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা জানান। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি তাকে কেরানীগঞ্জের কারাগারে নিতে উদ্যোগ শুরু হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, কেরানীগঞ্জের কারাগারে তো অন্যসব বন্দিকে অনেক আগেই সেখানে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে নতুন ভবন এবং সেটি একেবারে আধুনিক ভবন, সেখানে সব সুযোগ-সুবিধা আছে। এতে তো বিএনপির খুশি হওয়ার কথা। কিন্তু দেখলাম যে রিজভী আহমেদ (বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ) এটি নিয়েও একটি সংবাদ সম্মেলন করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা/এ মজুমদার