দীর্ঘ তিন মাস সিঙ্গাপুর ও আমেরিকায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে এমিটেরস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন।
সেখান থেকে তাকে সরাররি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থবোধ করলে দুই একদিন পর তাকে বাসায় নেওয়া হবে। চিকিৎসাকালীন সময়ে সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিকসহ তার ছেলে সঙ্গে ছিলেন।
ব্যারিস্টার রফিকের ব্যক্তিগত সহকারি মোকসেদুর রহমান আবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘সিঙ্গাপুরে স্যারের ব্রেনে অস্ত্রোপচার করা হয়। এরপর আমেরিকায় তার মেরুদণ্ডসহ নানা রোগের চিকিৎসা করা হয়। স্যার এখন সুস্থ আছেন। সাময়িকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোপুরি সুস্থ অনুভব করলে দুই একদিনের মধ্যেই তাকে বাসায় নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন