ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পরও না জানিয়ে শাস্তির মুখে পড়তে যাওয়া সাকিবকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাকিবের আইসিসিকে বিষয়টি জানানো উচিত ছিল। না জানিয়েছে সাকিব ভুল করেছে। আইসিসির সিদ্ধান্তে খুব বেশি কিছু করার নেই। তবে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সব সময় সাকিবের সঙ্গে আছে। তাকে সব ধরনের সহযোগিতা দেবে।
সদ্যসমাপ্ত আজারবাইজান সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিবের শাস্তি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব