আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত