রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাপান বাংলাদেশের পাশে আছে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, জাপান রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা করে।
মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল পিসবিল্ডিং: ডিসকোর্সেস ফ্রম জাপান অ্যান্ড বিয়ন্ড’- শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিস ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১।
বিশেষ অতিথির বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, বাংলাদেশে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে। জাপান রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা করে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মিয়ানমারের নেত্রী সু কি’র আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি এয়ার কমোডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।
বিডি-প্রতিদিন/মাহবুব