বহুল আলোচিত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন একজন। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবর রহমান আজ বুধবার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাত জঙ্গি হলেন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর অস্তিত্ব জানান দেওয়ার জন্য জঙ্গিরা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ হামলা চালায়। এই হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন তামিম চৌধুরী। তাদের উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করা।
রায়ের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারী কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, আপাতত এই রায়ে তাঁরা সন্তুষ্ট। যে আসামি খালাস পেয়েছেন, এ ব্যাপারে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
বিডি প্রতিদিন/ফারজানা