জাতীয় সংসদের শূন্য হওয়া গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনের তারিখন নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ মার্চ এই তিনটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
জানা গেছে, গাইবান্ধা-৩ আসনটি গত ২৭ ডিসেম্বর, ঢাকা-১০ আসনটি ২৯ ডিসেম্বর এবং ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব