বিএনপির সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ইতিমধ্যে সমাবেশের সার্বিক প্রস্তুতি শেষ করেছে দলটি। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছেন। নেতাকর্মীদের পদভারে মুখরিত নয়াপল্টন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের ২ বছর পূর্তিতে এ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে।
অসুস্থ্য হওয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই তিনি জামিনে রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন