২৫ মে, ২০২০ ০৯:৩০

কোলাকুলি বিহীন এ এক অন্য রকম ঈদ!

অনলাইন ডেস্ক

কোলাকুলি বিহীন এ এক অন্য রকম ঈদ!

প্রতীকী ছবি

করোনা পরিস্থিতি দেশে ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। এবারের ঈদটি দেশবাসী উদযাপন করছে একদম সাদামাটা ভাবে। নেই কোনো খোশ মেজাজ। এমনকি ঈদের আগে জমজমাট ছিল না বিপণি বিতান। 

এক মাস রোজা রাখার পর খুশির ঈদ এলেও মহামারি করোনাভাইরাসের কারণে তা নিরানন্দ হয়ে গেছে। ঈদের খুশির বদলে মানুষের মনে আতঙ্ক আর নানা দুশ্চিন্তা ভর করেছে।

আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্য বার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা দেখা যায়নি।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সব নির্দেশনা মেনে সোমবার (২৫ মে) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। তবে নামাজ শেষে এবার আর কাউকে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি। সবার মাঝেই একটা আতঙ্ক লক্ষ্য করা গেছে। শুধু রাজধানী নয় এ চিত্র গোটা দেশেরই। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর