রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে শনিবার রাতে ইন্তেকাল করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার সকালে রিপোর্ট জানা যাবে। এরপর তার দাফনের সিদ্ধান্ত।
জানাজা এবং দাফনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শনিবার রাতে ধর্ম প্রতিমন্ত্রী মৃত্যুর খবর পেয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে নানক সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি জানান, হাসপাতালে নেয়ার আগেই রাজধানীর জাহাঙ্গীর গেটে শেখ আব্দুল্লাহ মারা যান।
শেখ মো. আব্দুল্লাহর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত জানান, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ