১৫ আগস্ট হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। জাতির পিতাকে হত্যার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান আর গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার ৬৪-৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান সজল। এতে আরো বক্তৃতা করেন ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. মনিবুর রহমান মোল্লা মনির, ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড ও ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। জাতির পিতাকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারা থেকে বাদ দিয়ে পাকিস্তানি ধারায় পরিচালনার জন্য। তাই করা হয়েছিল। দীর্ঘ ২১ বছর দেশ পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হয়েছে। একইভাবে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয় আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করতে। অনুষ্ঠানে গরীব-দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন