ভাস্কর্য বিরোধী বক্তব্য ও সহযোগিতার অভিযোগে মামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাদের মামলার মধ্যে রাখা এবং তাদের নিশ্চিহ্ন করতেই এটি আওয়ামী লীগের পরিকল্পিত প্রজেষ্ট। তিনি বলেন, সরকার যখন জনগনের সামনে আসতে পারেনা, গণতন্ত্রকে ভয় পায়, সুষ্ঠু নির্বাচন করতে পারেনা তখনই এসব মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা অনেকটা গ্রাম্য মোড়লের মতো।
বুধবার বিকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এ সরকারের সময় ঘনিয়ে আসছে। জনগণ এখন প্রস্তুত রয়েছে। আরো বড় ধরনের আন্দোলন করে এ সরকারের পতনের হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল।
বিডি প্রতিদিন/আল আমীন