পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ চলছে। এটি বসানো শেষ হলেই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতুর মূল কাঠামো। ৪১তম এই স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির (পিলার) ওপর বসানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা। এরপর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
স্প্যানটি খুঁটি থেকে প্রায় ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা ছিল। সকাল ১০টার দিকে স্প্যানটি নিয়ে খুঁটির দিকে রওনা দেয় ভাসমান ক্রেন।
আজ বৃহস্পতিবার সেতুতে ৪১তম স্প্যানের জোড়া লাগানোর মাধ্যমে পদ্মার দুই পাড়ও যুক্ত হয়ে যাবে।